সাড়ে সাত কোটি বাঙালির হে বিধাতা
তোমায় নমস্কার
মুজিবর এই নামের পতাকা
উড়াইলাম এবার
তোমায় নমস্কার ॥তোমার কণ্ঠে চাষি মজুর
গাইল যে তার ভাষা
তোমার ভাষায় বাঙালি জাত
পাইল নতুন আশা
তুমি রাম, তুমি রহিম
ক্যোর-লা একাকার
তোমায় নমস্কার ॥নিজভূমে পরবাসী হইয়া
রইছি কত দিন
বুকের খুনে সুরজরে আজ
করছি গো রঙিন
তুমি কতনা যে ঐত্যাচার ॥সইলা মোদের তরে
মুজিবর ।
এবার মুক্ত করছি বাংলা
আসন তোমার তরে
বুকে-বুকে পাথছি গো মোরা
লও হে তুলে ভার
তোমায় নমস্কার ॥