বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৮২

সাত সকালে মনের দোরে কড়া নাড়ল কে সখী
ঠক ঠক ! ঠক ঠক !
তাই শুনে করে বুকের ভেতর ধক ধক---ধক ধক !
বুঝি সে এসেছে !

দরজার আগল খোলা, আমার পিঠেতে চুল খোলা
সারাটা রাত দু'চোখ খোলা, সমুখে বই খোলা।
হায় কী বলিব !
তন্দ্রা যখন নেমে এল দু'চোখ ঘনিয়ে
শুনি ঠক ঠক ! ঠক ঠক !
তাই শুনে রাগে যতই করি বকবক---বকবক
শুধু সে হেসেছে !

আজকে সেদিন নাই, সখী মোর আজকে সেদিন নাই !
দরজার আগল ভাঙা আমার আকাশ তলে ঠাঁই,
আজকে সেদিন নাই !

সকল বাঁধন খোলা আমার শূন্য হৃদয় খোলা,
কী হারালো, কী যে পেলাম, হল সকল ভোলা।
হায় কী বলিব!
ক্লান্ত পায়ে যেতে যেতে, হঠাৎ পিছনে
শুনি ঠকঠক ! ঠকঠক !
তাই শুনে শিহর লাগে কাঁপি ঠকঠক---ঠকঠক
জানি সে এসেছে !


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৬৪-২৬৫