সাত সকালে মনের দোরে কড়া নাড়ল কে সখী
ঠক ঠক ! ঠক ঠক !
তাই শুনে করে বুকের ভেতর ধক ধক---ধক ধক !
বুঝি সে এসেছে !দরজার আগল খোলা, আমার পিঠেতে চুল খোলা
সারাটা রাত দু'চোখ খোলা, সমুখে বই খোলা।
হায় কী বলিব !
তন্দ্রা যখন নেমে এল দু'চোখ ঘনিয়ে
শুনি ঠক ঠক ! ঠক ঠক !
তাই শুনে রাগে যতই করি বকবক---বকবক
শুধু সে হেসেছে !আজকে সেদিন নাই, সখী মোর আজকে সেদিন নাই !
দরজার আগল ভাঙা আমার আকাশ তলে ঠাঁই,
আজকে সেদিন নাই !সকল বাঁধন খোলা আমার শূন্য হৃদয় খোলা,
কী হারালো, কী যে পেলাম, হল সকল ভোলা।
হায় কী বলিব!
ক্লান্ত পায়ে যেতে যেতে, হঠাৎ পিছনে
শুনি ঠকঠক ! ঠকঠক !
তাই শুনে শিহর লাগে কাঁপি ঠকঠক---ঠকঠক
জানি সে এসেছে !