চলচ্চিত্রের গান
এই গানটির দুইটি পাঠান্তর রয়েছে
১
সে গান আমি যাই যে ভুলে
যে গান শুনে গো হৃদয় গলে
যে গান শুনে সাগর পানে
ধায় তটিনী কূলে কুলে।ওমা শিশুকালে অবুঝ হলে
যে গান গেয়ে মা ভুলিয়ে ছিলে
যে গান গেয়ে তোর মাঠের চাষি
সাজায় ভুবন ফুলে ফলে ॥আমার গানে শুধু আগুন
শুধুই দহন জ্বালা
সুখের বাসা যায় গো পুড়ে
শুকায় ফুলের মালা।যে গান শিশুর হাসির মতো
ফুল ফোটাবে শত শত
যে গান গেয়ে তোর গাঙের মাঝি
বায় তরণি উজান ঠেলে।
২
সে গান আমি যাই যে ভুলে
যে গান শুনে গো হৃদয় গলে,
যে গান ব্যথায় আপনি জ্বোলে
আনান্দেরই তুফান তোলে ॥ওগো আপন গন্ধে মাতাল হলে
বনের মৃগ যখন আপনা ভোলে,
বনহরিণী যে আকুল গানে
ফিরায় তারে প্রেমের কূলে ॥আমার এ গান শুধু জানে
উজাড় করে দিতে,
নিশি শেষের বকুল হয়ে
ধুলায় ঝরে যেতে।যে গান নূপুর হয়ে সাধে
আবার শিকল হয়ে বাঁধে,
(ওগো) যে গান আগুন হয়ে জ্বালায়
আবার প্রদীপ হয়ে জ্বলে,
সে গান আমি যাই যে ভুলে ॥