সবার আড়ালে সাঁঝ সকালে, সে যে আসে গোপনে
মনের বনে ফুল চয়নে---কেউ জানে না,
কেউ চেনে না তারে ॥তারে খুঁজো না, সে যে বীণার তারের মূর্ছনা,
বন জোছনায়, ঝরে পড়া ফুলের অর্চনা।
সে যে কোনো কবির, তুলি দিয়ে আঁকা ছবি
আসে গোপনে, ফুল চয়নে
কেউ জানে না,
কেউ চেনে না তারে ॥সে যে কোকিলার কুহু কুহু সুরের আলপনা,
সুর সাধনায়, নতুন নতুন রাগের কল্পনা।
সোনায় সোহাগা ণধ মপ জ্ঞম মপ মজ্ঞ- -
আসে গোপনে, ফুল চয়নে
কেউ জানে না
কেউ চেনে না তারে ॥