বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৮৮

স্বদেশে বিদেশে যেখানেই থাকি
মাগো জননী মনে সদাই রাখি ॥

ও নদী কুলকুল কুল গঙ্গা যমুনা,
বনানী মর্মর শ্যামল শ্যামলিমা।
কল কুঞ্জন, অলি গুঞ্জন
নিশিদিন যায় সে ডাকি ॥

কোথা আর এমন স্নেহের মহিমা,
এত কোমল বন্ধন প্রেমের গরিমা।
কোথা ভাইবোন আর আপনজন
রেখে দেয় মায়ায় ঢাকি ॥

পরবাসে প্রবাসে মাগো অনুখন,
কী যে মন কেমন করে যে উচাটন।
অভাব অনটন, থাক অনশন
ও চরণ মাথায় রাখি ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৭০