বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৫০

সহসা আগামী দিনের স্বপ্ন
বারেবার আমায় নিয়ে যায় যে কোথায়?
কত সুর আনন্দের গন্ধে ভরা
যত ক্রন্দন দুঃখ সবই ভোলায় ॥

শ্রাবণের বরষায় কী ফাগুনে
চলে গেল যে লগন দিন গুনে,
কত স্রোত গেল বহে মন যমুনায়
অনাগত যে স্বাগত নিয়ত জানায় ॥

জানি দিন জীবনে যে আসে যায়
যতছিল আজ সবই কাল হয়ে যায়,
বিগত দিনের স্মৃতি যদিও কাঁদায়
অজানা দিন, তবু রঙিন কী আশা জাগায় ॥

কত সাধ না ফোটা কলির মতন
মন বনে গোপনে করেছি যতন,
কখনো যদি সে দখিনা হাওয়ায়
কুসুমিত অযাচিত সুরভি ছড়ায় ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৪০-২৪১