বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৪৪

স্বজন বন্ধু ভুল বুঝো না, জীবনের বন্ধ দ্বার খুলে
আজ যেতে হবে দূর দিগন্তে একাকী,
স্মরণের প্রাঙ্গনে আর ডেকো না ॥

অনুরাগ সূর্যের অস্তরাগের রঙে
গেরুয়া বসন হল বাসনা আমার ॥
আর যত ছিল সাধ তত সাধ্য ছিল না
বাঁধন বিহীন হল তাই সাধনা
কামনার তীর্থে তারে খুঁজো না ॥

কিছু আর আপনার ছিল না একার
মিলেমিশে একাকার হয়ে ভালোবাসায়।
যেন মগন ছিলেম কী যে স্বপনে দোঁহে,
আজ যাবার বেলা হল অজানা দিশা
পিছে পড়ে থাক তবু আশা দু'জনার ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৩৫