বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৮৫

সজনী গো কথা শোনো,
যমুনা কুলুকুলু বহে না কেন?
সে কি মোরে ভুলে গেছে?
পাখিরা মৌন কেন? ॥

সজনী গো, কথা শোনো
আঁখিপাতা কেন কাঁপে থর থর থর,
বিনা বাদলে বারি
কেন ঝরে, কেন ঝরে ঝর ঝর ঝর?
সে বুঝি আমারে ফেলে গেছে চলে ॥

যেখানে থাক, যত দূরে
জানি সে যে, মিশে আছে মনে মনে মনে,
তারি তরে মোর আঁখি
চেয়ে রবে, চেয়ে রবে জানি ক্ষণে ক্ষণে,
তবু যে ভীরু এ মন কাঁদে কেন? ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৬৬-২৬৭