সজনী গো কথা শোনো,
যমুনা কুলুকুলু বহে না কেন?
সে কি মোরে ভুলে গেছে?
পাখিরা মৌন কেন? ॥সজনী গো, কথা শোনো
আঁখিপাতা কেন কাঁপে থর থর থর,
বিনা বাদলে বারি
কেন ঝরে, কেন ঝরে ঝর ঝর ঝর?
সে বুঝি আমারে ফেলে গেছে চলে ॥যেখানে থাক, যত দূরে
জানি সে যে, মিশে আছে মনে মনে মনে,
তারি তরে মোর আঁখি
চেয়ে রবে, চেয়ে রবে জানি ক্ষণে ক্ষণে,
তবু যে ভীরু এ মন কাঁদে কেন? ॥