বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩০৪

সোনায় ঢেকে অঙ্গ
কেন এত রঙ্গ ক'রে
সেই ধরায় !
দুদিনের সঙ্গ সখী
ঠিকানা নাই বাঁচা মরায়।

কানে সোনা দিলে পরে
অনেক কথা যায় না শোনা,
সোনা কানে পরার চেয়েও
দামী কথা কানে শোনা,
জানাশোনা পথিক যে বাসনা
তখন হৃদয় ভরায় ॥

পূবের মেঘে সূর্য যখন
আকাশেতে সোনা ছড়ায়,
সোনার চেয়েও দামী চোখের
অশ্রু তখন মুক্তা ঝরায়।
তারি মালা গেঁথে সখী
কে বলো আজ গলে পরায়? ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৮২-২৮৩