সন্ধ্যা, নেমে এল যে সন্ধ্যা
যেন ধরার দুই চোখেতে তন্দ্রা
মুখ তোলো আঁখি মেলো
ওগো রজনীগন্ধা ॥নাই জীবনে সুরভি আমার
নাই তো কোনো ভূষণ-বাহার
নাই কোনো অলংকার।
ও বলাকা, পাখায় পাখায় তোর
অস্তরাগের শিখার, কিছু দিস আলো ঘরে আমার ॥স্তব্ধ রাতের মনের গভীরে
শুভ্রতারই আলো এবার গন্ধশিখায় জ্বালো।
সুরবিহীনা সুরভি বীণায় সেই কথাটি বলো
জানে যে বেসেছে ভালো ॥