বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪১২
ছোটদের গান

সন্ধ্যারানি সাঁঝের বেলা
রোজ ছিঁড়ে ফেলে সে মুক্তার মালা,
কুড়িয়ে রাখে আকাশেরই থালায় ॥

ঝিলমিল তারা হয়ে সারা রাতি
আকাশে জ্বেলে রাখে লাখো বাতি,
কেউ তো জানে না যে ছেঁড়া মালা ॥

x
নর্সর্গর্রর্স--হ্ম----
x
হ্মপনধ------
x
ন্ রগহ্মনধপহ্মপহ্মগরসন্

সূর্যি মামা পাছে জেনে ফেলে
ভোরেরই আঁচলেতে ঢেকে ফেলে,
সকালে আবার গাঁথে ছেঁড়া মালা ॥

x
ন্ রগহ্ম--হ্ম----
x
হ্মধনর্রর্স------
x
------
x
হ্ম--রেহ্মহ্ম---
x
র্গর্রর্গর্রর্সনধপহ্মপনধনধপহ্মগরসন্

তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৮৪