বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩১৫

সংকোচে যে কথা বলিনি সে কথা
আজ মনে আনে ব্যাকুলতা
শুনে যাও, শুনে যাও ॥
অন্তরে কত গান কত বেদনা
তার তুমি তো কিছু জানো না
শুনে যাও, শুনে যাও ॥

এই ক্ষণ এই জীবন
স্বপ্নে ভরে দাও,
দুই হাত দিয়েছি বাড়িয়ে
দু'হাতে নাও ॥

সান্ত্বনা, হারানো পুরানো যে ব্যথা
আনে সে নতুন আকুলতা
শুনে যাও শুনে যাও ॥

এই পথ দু'জনার দু'জনে
চলো যাই,
কী নাই কী আছে আগেতে
তা ভুলে যাই।
পড়ে থাক যত ক্ষোভ যত বঞ্চনা,
শুরু হোক শুধু গান শোনা
শুনে যাও, শুনে যাও ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৯০-২৯১