বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৮৪

শোনো, কোনো একদিন
আকাশ বাতাস জুড়ে রিমঝিম বরষায়,
দেখি, তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো,
চাঁদের মুখের পাশে জড়ানো।
মন হারাল, হারাল মন, হারাল---সেইদিন ॥

আরো একদিন, তামসী তমস্বিনী রাত্রি
ঘুম ঘুম নিঝুম, জীবন পথের সব যাত্রী
আমি একেলা চলেছি নিরুদ্দেশ যাত্রী,
রাতজাগা এক পাখি, শুনি জীবন জয়ের গীত গাত্রী।
মনে হল মোর দুখরাতে যেমন করে ভোলাতে।
মন হারাল, হারাল মন হারাল---সেইদিন ॥

আরো একদিন, আমার খাঁচার পাখি চন্দনা
গীতহীনা, আনমনা, কী যে ভাবে বসে তা জানিনা?
সন্ধ্যাবেলা হঠাৎ ঘরেতে ফিরে দেখি,
উড়ে গেছে, চলে গেছে, আমার খাঁচার পাখি চন্দনা !
মনে হল মোরে পিছে ফেলে, যেদিন তুমি চলে গেলে !
মন হারাল, হারাল মন হারাল---সেইদিন ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৬৬