বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪০০
চলচ্চিত্রের গান

শোনো ওরে---বন্ধু
এই সুন্দরবনের মানুষের কাহিনি শোনাই শোনো
কত কঠিন সংগ্রামে কত জীবনের দামে
রাঙা হল মাটি কত না খুনে
হিসাব নাই তার কোনো ॥

ছিল সুঁদরী হেঁতালের গভীর জঙ্গলে
বাঘের, সাপের ডেরা
খরস্রোতা নদী নালা, খাঁড়িতে, খালে-বিলে
কুমির শয়ে-শয়ে ভরা,
কত জমিন হারা, সর্বহারা
বাঘের সঙ্গে লড়ে জঙ্গল হাসিল ক'রে
বসতি বসাল তারা,
হল মাটি শ্যামল, সোনার ফসল করিল বপন ॥

এল বিদেশী বণিকের দালাল জমিদার
মাটির মালিক বনে,
বলে, "এ জমি আমাদের, খাজনা দিতে হবে
তিরিশ সের প্রতি মণে"
শুনে চাষিরা বলে ওরে বাবা !
কোথা থেকে উড়ে আসিল যে জুড়ে
বাঘেরই চেয়ে কড়া থাবা !
ওই, তেভাগা সংগ্রাম, শেষ পরিণাম, শহিদ হল কত জন ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৭১-৩৭২