শোনো শোনো ভাইরে
কারা আছ বাইরে
কারা সবংশেতে শুকনো পেটে
মরতে রাজি নও?
হয় এই বেলা সব জেলখানাতে যাও,
নইলে, লোকের রক্ত চুষে খাও
চোরা বাজার চালাও
কিংবা হরতাল ভাঙাও
অন্তত হওরে ভাই মন্ত্রীর জামাই
নইলে উপায় কিছু নাইরে।এ যে চোরের স্বরাজ রে ভাই মুনাফার ফন্দি
ভাই, চোরের নিরাপত্তায় জনগণ বন্দি
চোর নইলে দেশে ঠাইরে---নাই নাই
নইলে উপায় কিছু নাইরে---নাই নাই ॥দেখ যারা দেশের সেরা ছেলে
আত্মসুখ অবহেলে
দশের তরে জীবন দিলে
তারা রইল জেলে।
যদি সবার স্বরাজ চাইলে
দেশদ্রোহ হয়
ঐ চোর ছাড়া কে বলো
দেশদ্রোহী নয়? ॥(আমরা) সবাই অপরাধী ভাইরে
কাজে কাজেই চলো, না থেকে বাইরে
সবাই মিলে জেলে যাইরে
নইলে উপায় কিছু নাইরে ॥
কিন্তু উপায় যদি কিছু নাই থাকে আর
তোমরা সবাই করো বিচার
এ পুণ্যভূমি দেশের আমার কী বা গতি হবে? ॥