ছোটদের গান
শোনো ভাই ইস্কাবনের দেশে গিয়েছিলাম
সেথায় গোলমেলে সব কাণ্ড দেখে এলাম !
আহা বলো শুনি বলো শুনি শুনি।সেথায় মাস দিয়ে ভাই দিনকে গোনে, বছর দিয়ে মাসে
আর বয়স যতই বাড়ে ততই বয়স কমে আসে !
মরি হায় হায় হায় হায় রে।সেথায় সুড়সুড়িতে কাঁদে সবাই, কান্না পেলে হাসে !
দেখে পালিয়ে চলে এলাম বলে সেলাম বাবা সেলাম।
আহা বলো শুনি বলো শুনি শুনি।সেথায় ইস্কুলেরা লুকিয়ে পালায়, ছাত্র থাকে বসে
আর টিকির মাথায় পণ্ডিত ঝোলেন, পরম পরিতোষে !
মরি হায় হায় হায় হায় রে।সেথায় শ্যামকে চড়ায় শূলে রে ভাই গোবর্ধনের দোষে !
দেখে পালিয়ে চলে এলাম বলে সেলাম বাবা সেলাম।
আহা বলো শুনি বলো শুনি শুনি।সেথায় ইস্কাবনের রাজামশাই হরতনেরই গোলাম
আর নওলা আটা দুরি-তিরি বাজায় তারে সেলাম !
মরি হায় হায় হায় হায় রে।সেথায় রাজায় খেলে ঢেকুর তুলে, প্রজায় বলে “খেলাম” !
দেখে পালিয়ে চলে এলাম বলে সেলাম বাবা সেলাম।
আহা বলো শুনি বলো শুনি শুনি।[ সেথায় পাঁচতলাতে গরু থাকে, গোয়ালে লোক শোয়
আর দুধে গরুর জাবনা দিয়ে খড় বিচুলি দোয় !
মরি হায় হায় হায় হায় রে।সেথায় কাপড় দিয়ে সাবান কেচে, আগুন জ্বেলে ধোয় !
দেখে পালিয়ে চলে এলাম বলে সেলাম বাবা সেলাম !
আহা বলো শুনি বলো শুনি শুনি।সেথায় জ্যান্তে সবাই মরে থাকে, মরলে পরে বাঁচে
আর দিন দুপুরে পথের ধারে জ্যান্ত ভূতে নাচে
মরি হায় হায় হায় হায় রে।সেথায় নেতারা সব মিটিং করে দুই পা তুলে হাঁচে !
দেখে পালিয়ে চলে এলাম বলে সেলাম বাবা সেলাম।
আহা বলো শুনি বলো শুনি শুনি। ]