সুখের বন্ধন যেই না চুকালাম,
দুঃখ আদর করে ডাকল,
সখ্যে দু'চোখ ভরে ঝরঝর কাঁদলাম,
দুনিয়া কাঁধে হাত রাখল ॥এই মন্থর সন্ধ্যায় অন্তর আকুল,
বক্ষের বেদন ফুটে হয় যদি ফুল,
ধরণীর পথে তার পাপড়ির ধুল,
জানবে আগামী পায়ে তার মাখল ॥বন্ধুর পথের যত বন্ধু আমার,
স্বপ্নের সঞ্চয় যে হল উজাড়।জানি না কী করে করো মৃত্যুকে জয়
স্বার্থের শিকল ভেঙে নির্ভীক নির্ভয়,
সেই পদচিহ্নের বহ্নির যত ছাই,
তাই এই অঙ্গের ভূষণ হয়ে থাকল ॥