বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৬৩
(১)

সুর খুঁজছি, সুর খুঁজছি
সুর কে খুঁজে পাচ্ছি না !
পথ চলছি, পথ চলছি
কোথাও কিন্তু যাচ্ছি না ! ॥

কী যে করি বলো?
আমি ভুলে ভুলে গেছি
কী যে মন্দ আর কী যে ভালো,
আর জানি না
কি জানি কখন কবে
মিলেমিশে গেছে সাদা কালো?
ভাবহীন যত ভাবনা,
সাধহীন যত সাধনা
চাই যত চাই মনে জানি পাব না ॥

ফুল তুলছি, ফুল তুলছি
গন্ধ কিছু তার পাচ্ছি না !
পথ চলছি... ॥

কারা বলে গেল?
এই দ্বন্দ্বদ্বিধা যত পার হয়ে গেলে
পাবে আলো,
অন্তবিহীন এই বৃথা সন্ধানের
শেষ করে শুধু বাসো ভালো।
বন্ধ জীবনের ঢাকনা
খুলে খুলে আজ যাক না
যাও চলে যাও, মেলে দিয়ে পাখনা ॥

সব শুনছি সব বুঝছি,
তবু বুঝতে কিছুই পারছিনা !
পথ চলছি... ॥

পাঠান্তর

(২)

সুর খুঁজছি, সুর খুঁজছি
সুর কে খুঁজে পাচ্ছি না !
পথ চলছি, পথ চলছি
কোথাও কিন্তু যাচ্ছি না ! ॥

সেই সা রে গা মা
সেই সপ্তকেতে বাঁধা
তীব্র কোমলের ওঠা নামা,
সেই বাঁধা তাল
সেই আরোহী অবরোহী
বাদী সম্বাদীতে এসে থামা।
সেই বাঁধা পর্দার রাগিণী
ভৈরবী শুনে তবু জাগিনি,
পর্দাবিহীন কী রাগ আছে জানি না ॥

সব শুনছি, সব শুনছি
বুঝতে কিছুই পারছিনা !
পথ চলছি... ॥

ঘুরি পথে পথে, শুনি দ্বন্দ্ব প্রতিদিন
সন্দ লাগে নানা মতে মতে,
কোন্‌ পথে যাই, কোন্‌ সে দিগন্তের
অন্তে মিশে গেছে সব মতে।
কোন্‌ মহামানবের ক্রন্দনে, মিলে যাবে উত্তরে দক্ষিণে
কোন্‌ সে দিশায় ফিরে পাব ঠিকানা? ॥

দিন গুনছি, দিন গুনছি
অন্ত কিছু তার পাচ্ছি না !
পথ চলছি... ॥