ছোটদের গান
সূর্যের আলো এসে
ঘাসে পড়ে,
যত চিঠি হল লেখা
নাও পড়ে ॥সোনালি আখরে লেখা ঠিকানা,
ঘাসের সবুজ খামে বন্ধ করা,
চিঠির কথা বুঝি নেইকো জানা,
হয়তো সে আগামীর ছন্দে ভরা---
নানা জনা নানা মতে তর্ক করে ॥সে চিঠির কাছে ঋণী আমরা সবাই,
নদী বহে পাখি তাই গান গায়,
ফুল ফোটে বনে, দূরে বাজে শানাই,
কত জনা তারি তরে হেসে প্রাণ দেয়---
ঘরে ঘরে তারি তরে স্বপ্ন গড়ে ॥