বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪১৩
ছোটদের গান

সূর্যের আলো এসে
ঘাসে পড়ে,
যত চিঠি হল লেখা
নাও পড়ে ॥

সোনালি আখরে লেখা ঠিকানা,
ঘাসের সবুজ খামে বন্ধ করা,
চিঠির কথা বুঝি নেইকো জানা,
হয়তো সে আগামীর ছন্দে ভরা---
নানা জনা নানা মতে তর্ক করে ॥

সে চিঠির কাছে ঋণী আমরা সবাই,
নদী বহে পাখি তাই গান গায়,
ফুল ফোটে বনে, দূরে বাজে শানাই,
কত জনা তারি তরে হেসে প্রাণ দেয়---
ঘরে ঘরে তারি তরে স্বপ্ন গড়ে ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৮৫