শ্যামলবরণী ওগো কন্যা
এই ঝিরঝির বাতাসে ওড়াও ওড়না
মেঘের অলোক দোলায় কোথা যাও?
কত হাসির ফোয়ারা তোমার ঝরণা
এসো ঐ ভুবন ভোলানো রূপে পরানে ॥ওগো মোর শ্রান্ত দিবস সন্ধ্যা
তোমার আসার আশায় চেয়ে যায়,
কবে আমার ভাঙা ঘরের আঙিনায়
চপল চকিত চরণে আসিবে?
তোমারে দেখেছি, সন্ধ্যার আকাশে তারায় তারায়
প্রদীপ জ্বালাতে, বধূদের চোখে
মায়া অঞ্জন পরাতে, ওগো ॥শ্যামলবরণী তোমার জন্যে
কত নদী বহে ফুল ফোটে অরণ্যে,
খেতে সোনার প্লাবন খেলে যায়
জাগে ঘরে ঘরে কত না রাজকন্যে
রাজার কুমার দেয় জীবন অবহেলে।ওগো তুমি বুঝি মোর বাংলা
আমার জীবনধন সাধের সাধনা
তোমায় কে দিয়েছে ব্যথা আমায় বলো না
সুনীল নয়ন কেন গো ছলোছল্?
তোমারে দেখেছি আজ গৃহহারা পথে পথে
কাঁদিয়া ফিরিছ, ঘরে ঘরে যত
সন্তানদের জাগাতে, ওগো ॥