সজল সজল মেঘ করেছে আকাশের কোণে
সখী গো তোমার, সখী গো তোমার
কাজল কাজল চোখ পড়ে মনে।
বাদলে বাদলে বিজুলি এখন যে হানে
সখী গো তোমার, সখী গো তোমার
চাউনি আমার যায় পড়ে মনে ॥নদীতে হাওয়ায় ঢেউ খেলিয়া যায়
উথালি পাথালি আমার মন করে হায়-হায় !
তুমি যেমন দুলে দুলে গাগর কাঁখে যাও চলে গো
ময়নামতীর গাঁয় ॥দোলন দোলন যে শাখায় আজ লেগেছে বনে
সথী গো তোমার, সখী গো তোমার
চলন আমার যায় পড়ে মনে।পারুল পারুল বোন, চম্পারা সাত ভাই,
ডাক দিয়ে গেছে যে ফিরে আজ তুমি তো নাই
সুরভি হয়ে রয়েছ মিলেমিশে, সব ফুলেতে
গন্ধ তোমার পাই ॥গগন গগন আজ কাঁপে যে বাজের গর্জনে
সখী গো তোমার, সখী গো তোমার
দুরু দুরু বুক যায় পড়ে মনে ॥