বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩০৬

সজনী গো, সজনী দিন রজনী কাটে না
যা সখী বল তারে সে
ঘাটে যেন আসে না ॥

নিশিদিন ঝনঝন ঝন বুকের বেদন
সহে না, সহে না বাঁশির কাঁদন
নিশীথে ঘুম কেড়ে নেয়
দিবসে কেবল কাঁদায় ॥

না না না, আর যেন সে
মন তরীতে ভাসে না
যা সখী বল তারে সে
ঘাটে যেন আসে না ॥

জানি সে এমন শমন,
একদিন না হেরিলে
পোড়া মন করে কেমন।

ভয় মন দুর দুর দুর যখন তখন
যদি সে, যদি সে ভোলে কখন।
আমারি আঙন দিয়া
যদি সে আনবাড়ি যায় ॥

এ পোড়া হাল দেখে সে
মুখ টিপে আর হাসে না
যা সখী বল তারে সে
ঘাটে যেন আসে না ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৮৫