বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৪৪
(১)

শুধু তোমারই জন্যে সুর তাল
আর গান বেঁধেছি,
এর আর কোনো নেই প্রয়োজন।
তুমি হাসবে, ভালোবাসবে
তাই আমার এ ভুবনে
রঙের রসের এত আয়োজন ॥

ছোটো কথা, ছোটো ছোটো সুখে দুখে মোরা খুশি
জানা কথা মুখে বলি না তাই ভালোবাসি,
যে যা মনে করে, জনম জনম ধরে
তোমার আমার এই নিয়োজন ॥

ভুলে গেছি, ভুলে গেছি কবে তারে বুকে পেলাম,
জীবন মালা হাসি কাঁদন দিয়ে গেঁথে গেলাম।
মালা ঝরে হবে স্মৃতির ধূলি যবে
তোমার আমার হবে বিয়োজন ॥

পাঠান্তর

(২)

শুধু তোমারই জন্যে সুর তাল
আর গান বেঁধেছি,
এর আর কোনো নেই প্রয়োজন।
তুমি হাসবে, ভালোবাসবে
তাই আমার এ ভুবনে
রঙের রসের এত আয়োজন ॥

ছোটো কথা, ছোটো ছোটো সুখে দুখে মোরা খুশি,
জানা কথা মুখে বলি না তাই ভালোবাসি,
যে যা মনে করে, জনম জনম ধরে
তোমার আমার এই নিয়োজন ॥

তুমি আছ, তুমি আছ আমি আছি কাছাকাছি,
আর এ সবই মনেতে হয় যেন মিছিমিছি।
যদি কোনো দিন, এমন আসে দিন
তোমার আমার হয় বিয়োজন ॥