সুজলাং সুফলাং মলয়জ শীতলাং
বাংলা মাগো সন্তানদের লহ প্রণাম ॥কোটি কোটি সন্তান মা মোরা
আজও ফিরি মাগো দিশাহারা,
ভাইয়ে ভাইয়ে করি হানাহানি
তোর মুখ পানে মা চাহিনি,
মাগো জননী, দিনরজনী
জানি তুমি কাঁদো অবিরাম ॥এপার ওপার দো পার হলাম
পাকে পাকে কী বিপাক হলাম,
পায়ের শিকল ফেলেও কেটে
তবুও খাঁচায় রয়ে গেলাম,
শক্তি পেলাম মুক্তি পেলাম
আর কভু হব না গোলাম ॥তবু চেয়ে দেখো মা জননী
লাল হয়ে গেল গঙ্গাপানি,
লাখো শহিদের এই কুরবানি
দিয়ে মুক্তির এই বাহিনী
মুছে দেব মাগো তোর এ গ্লানি,
যত বদজাত শোষকের জাত
হবে খতম এ শপথ নিলাম ॥