বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৫৮

সুনয়নী ! সুনয়নী ! আর এ পথে যাইও না
যাইবার কালে কালো চোখে মোর পানে আর চাইও না।

আমি যে অবলা নারী আর কিছু জানিনা
আমার চোখের নীল দরিয়ায় তোমার তরী আর বাইও না।
আহা রে--- ॥

সুনয়নী ! সুনয়নী ! আর পান খাইও না
রাঙা ঠোঁটের হাসির বিজুলির বান আর হাইনো না।

কুঁচ রাঙা শিমূল রাঙা গোধূলির মেঘ রাঙা
তাহার অধিক রাঙা সরম-রাগে আমায় রাঙাইও না।
আহা রে--- ॥

সুনয়নী! আউলা কেশের মেঘ তুলে যাইও না
হাজার কালো কুটিল নাগিনীর জালে আর বাইন্ধো না।

কাক কালো কোকিল কালো, কালো নদী যমুনা
তাহার অধিক কালো, বিরহের রজনী পোহাইল না।
আহা রে--- ॥

সুনয়নী ! সুনয়নী ! আর তুমি কাইন্দো না
তোমার চোখের হীরামানিক মোর অঙ্গনে ঝরাইও না।

প্রেম কান্দায় মরণ কান্দায় বিরহের বেদনা
তাহার অধিক কান্দায় তোমার ভাটিয়ালি আর গাইও না ॥
আহা রে--- ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৪৭-২৪৮