বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৬৮
চলচ্চিত্রের গান

সবাই-- তাইরে নারে না, তানা নানা না
এমন কোনো ধাঁধাঁ বলো
যা কেউ জানে না
পারবে যে জন দিতে জবাব
পাবে সোনা-দানা।
বাচ্ছা--- সিস্টার, বলোনা, একটা ধাঁধাঁ বলোনা?
সিস্টার--- ছোট্ট পুকুর দুটি
কালো ঘাসে ঘেরা
মাঝে তাহার কাটে সাঁতার
কালো মানিক হীরা
ফেললে পাথর তবেই তাতে
বহে জলের ধারা।
বলো তো কি? ॥

বাচ্ছা--- কুয়া?
সিস্টার---না না না
বাচ্ছা--- জলের বোতল?
সিস্টার---না না চোখ !
সবাই--- হ্যাঁ চোখ ॥

সিস্টার--- এমন দুনিয়া সে কোথায় বলো আছে
রঙে রঙে ভরা?
নদী, পাহাড়, মরু, শহর, নগর আছে
সাগর দিয়ে ঘেরা
নেইকো সাগরে জল
পাহাড় সে সমতল
নেইকো জনমানব সেথায়
এমনি মজার ধরা।
বলো কি?
বাচ্ছা--- আফ্রিকা?
সিস্টার--- না না
বাচ্ছা মরুভূমি?
সিস্টার--- না না মানচিত্র।
সবাই--- হ্যাঁ মানচিত্র ॥

সিস্টার আচ্ছা বলো দেখি
বাচ্ছা কে সে এমন ॥

মায়ের পেটে নেয়নি জনম
বাপ দ্যাখেনি কেমন
খায় না কিছু তেষ্টা ভীষণ
জল খেতে চায় দুমণ।
বলো কি?

বাচ্ছা--- মাছের বাচ্ছা?
সিস্টার--- না না চৌবাচ্ছা।
সবাই--- হ্যা চৌবাচ্ছা ॥

সিস্টার--- এমন মা কে আছে বরফ সিঁথিতে তার
হাত পা সাগর জলে?
সবার উঁচু মাথা, সবার সে যে মাতা
কোটি মেয়ে ছেলে।
তারা নানান ভাষা বলে
নানান মতে চলে
মা যদি সে বলে
সবাই মরবে দলে দলে।
বলো তো কে?

বাচ্ছা--- সিস্টার?
আমাদের মা সিস্টার।

সিস্টার--- না না দেশমাতা---ভারতবর্ষ।
সবাই--- হ্যাঁ ভারতবর্ষ ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৪২-৩৪৩