বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২২৪

তালপুকুরে আগুন লেগে
এ কী কাণ্ড হল
মাছগুলো সব গাছে চড়ে দাম বাড়িয়ে দিল !
তাই না দেখে হুলো বেড়াল
গোফে চাড়া দিল---লা লা লা লা।

কাকের বাসায় এক সাদা বক
পাড়ল বসে ডিম,
তাই তা দিয়ে ফুটে হল বাচ্চা কিম্ভুত কিম !
বকের "ব" আর কাকের "কা"তে হল মস্ত বকা
হিন্দি ছবির লাইনে তার নিত্য পাবে দেখা !
তাই না দেখে ঘুঘু তাকে বম্বে নিয়ে গেল ॥

ভাগলপুরের পাগল রাজা
চক্ষু খুবলে নেয়
তাই দিয়ে সে চোখা চোখা বক্তৃতা বানায়,
তাই না শুনে ধেই ধেই ধেই
যত ছাগল নাচে
লাঙল ফেলে চাষিরা সব আগল দিয়ে বাঁচে
যুগলবন্দি গাইতে রাজা দিল্লি চলে গেল ! ॥