তার কথা মনে
পড়ে পড়ে যায় বারবার,
আর কি কখনো
তার দেখা পাব আরবার !
কি সান্ত্বনা ! কি সান্ত্বনা !
সে জানত না, সে জানত না
সে যে আমার মনের খোলে দুয়ার ॥ঝিরিঝিরি ঝিরিঝিরি
বরষা যে ঝরঝরে মনে (মনে মনে)
বনের হরিণী ছিল
প্রাণের তরণী ছিল
হায় ! কোথায় সে যে হারাল ॥সেই সব দিন ছন্দে ছন্দে ছিল ভ'রে
ছিল কুসুমিত গন্ধে গন্ধে মন ভ'রে।
কি সান্ত্বনা ! কি সান্ত্বনা !
সে জানত না, সে জানত না
সে যে আমার মনে খোলে দুয়ার ॥