বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৫৪
চলচ্চিত্রের গান

তেরে তুম তানা...
তুম তানা নানা নানা
তুমনা তুমনা কেন যে বাজে
তার বাঁশি বারেবারে। তুম---
তুম তানা...
তুম তানা নানা নানা
তুমনা তুমনা বুঝি সে
আসে মোর হৃদি দ্বারে দ্বারে। তুম---
তুম তানা...
তুম তানা নানা নানা
তুমনা তুমনা সখীগো
বাজে বাঁশি কেন? ॥

যুগ যুগ ধরে আমি যেন রাধা
আসি ফিরে ফিরে, আসে তবু বাধা
মন যমুনা যে মানে না গো মানা,
কী যে করি মরি মরি ॥

বল সখী আর যেন
সে মোরে ডাকে না ॥ তুম--- ॥

---র্স
+
র্সণ-----ণধ-র্সর্সণণধ
+
গমপগ-মমপধম-পপধণধণর্সনর্সর্স--

কিছু বিরহের কিছু মিলনের
আলোছায়া খেলা হল ঝুলনের।
তার দোলনে দোলে জীবন-মরণ,
জীবনে মরণে
যে বাঁধনে বাঁধা আছি
তা যেন খোলে না ॥ তুম---

+
র্সন--গম--র্সনগমর্সন--
+
র্সনপগমপর্সনর্সন-পধপধ--ধণধণ--ণন
+
ণন--নর্সনর্স---সন্সমগমপমমপধপপধণধ
+
ধণর্সনর্সধণর্সনর্সধণসন

তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩২৪-৩২৫