ছোটদের গান
থেই, থেই, তাথেই, তাথেই
তাতা থেই, থেই থেই, তাথেই তাথেই
তা থেইয়া থেইয়া কৎ।
তা থেই থেইয়া, তা থেই থেইয়া, তা ধেইয়া
থেইয়া, তা থেই থেইয়া, তা থেই থেইয়া---না দির্ দির্ দা, তুমনা তুম
তানানা নানা নাচোতো দেখি
আমার পুতুল সোনা।
তাকা তাদিম, তাকা, তাকা তাদিম
তাকা, তাকা তাদিম্ তানানা, তানানা তানানা দানা ॥সাইবেরিয়া থেকে শ্বেত ভল্লুক,
আফ্রিকা থেকে এল কালো উল্লুক,
অস্ট্রেলিয়া থেকে এল ক্যাঙ্গারু,
হাতি এল, ঘোড়া এল, এল সজারু।
নাচ দেখে ওরা খুশি হলে,
ঢেলে দিয়ে যাবে যে তোকে, কতনা সোনা দানা ॥নাচোনা কথাকলি, নাচো কত্থক,
মণিপুরি, কুচিপুড়ি, দেখে যাক লোক,
নাচোনা ভরতনাট্ট্যম নাচোনা,
ওডিসি নাচোনা গো লক্ষ্মী সোনা।
আমি তোকে কিনে এনে দেব,
দামি রেশমি ঘাগরা চোলি, নানান রঙেতে বোনা ॥