বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৯
শহীদ স্মরণে

তোমার বুকের খুনের চিহ্ন খুঁজি
ঘোর আঁধারের রাতে
ও দেশের বন্ধু শহিদ
ঝড় বাদলের রাতে ॥

যেন পথ না হারায় পাঁকে
মোদের নিশানা ঠিক থাকে
জ্বেলো দেশপ্রেমের মশাল চোখে
অস্থির বাজ হাতে দিও
অস্থির বাজ হাতে ॥

যেমন থাকে আঁধার কেশে
সিঁথির সিদুঁর রেখা
আঁধার মেঘে জ্বলে যেমন
বিজুলির লেখা।
যেন তেমনি চোখে থাকে
দেশের জটিল কুটিল বাঁকে
তোমার খুনে রাঙা পথের সে দাগ
তোমার খুনে রাঙা পথের দাগে
যাই যেন এক সাথে সবাই
যাই যেন এক সাথে ॥