বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩০৭

তুমি আমার না গাওয়া গান
না-পাওয়া সুর মনোবীণার,
না-আসা দিন কালোডোরে বাঁধা,
দূর নভে শুকতারা
মরু পথে তৃষা আমার,
তোমারে যে আমি পারি না ভুলিতে ॥

হায়, হেথায় শুধু দুরাশাই
পারি না যে আমি একেলা চলিতে !

এসো আমার প্রাণে প্রাণে,
সুরে-সুরে ব্যথার মতো,
গানে-গানে কথার মতো করে ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৮৬