তুমি আমার না গাওয়া গান
না-পাওয়া সুর মনোবীণার,
না-আসা দিন কালোডোরে বাঁধা,
দূর নভে শুকতারা
মরু পথে তৃষা আমার,
তোমারে যে আমি পারি না ভুলিতে ॥হায়, হেথায় শুধু দুরাশাই
পারি না যে আমি একেলা চলিতে !এসো আমার প্রাণে প্রাণে,
সুরে-সুরে ব্যথার মতো,
গানে-গানে কথার মতো করে ॥