বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৭৮
চলচ্চিত্রের গান

তুমি বিনা আমি যেন আধখানা
এক চোখে দেখি যেন এক পায়ে চলি
এক হাতে বাজানো যেন তালি
হায় বিধি কে এমন দিল যে বলি ॥

কেন তুমি বোঝোনি আমি যে তোমার
শয়ন স্বপন তুমি বিনা ছারকার
তুমি গলে নেবে বলে গেঁথেছি এ হার,
গেঁথেছি এ হার---
তা না হলে সবই দেব জলাঞ্জলি ॥

দিনমানে ঘুরি বনে করি সন্ধান
যে সুখ নিজেরই হাতে দিনু বলিদান
ভালোবেসে যে চাহেনি কোনো প্রতিদান,
কোনো প্রতিদান---
তার প্রেম দাবানলে শুধু যে জ্বলি (আজ) ॥

এ দেহ পূজার ফুল চরণে তোমার
করিতে সমর্পণ সাধ যে আমার
সে ফুল ভাসিয়ে দিব জলেতে এবার,
জলেতে এবার---
মিছেই ফুটেছে কলি এল না অলি ॥

জানি না আরও কে আছে আমারই মতন
হাতেরই রতন ফেলে খোঁজে যে রতন
সে যে মালা গেঁথেছিল করিয়া যতন,
করিয়া যতন---
সে মালা ধূলিতে ফেলি এসেছি চলি ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৫২