বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৭০

তুমি যদি নদী হতে আমি, আমি তরী হতাম
তুমি যদি আকাশ হতে, আমি দূর দূর মহাশূন্যে শূন্যে
ভেসে ভেসে যেতাম, ভেসে যেতাম,
আমি পাখি হতাম ॥

যদি তুমি ভ্রমর হতে, আমি ফুল হতাম
তুমি যদি তরু হতে, আমি লতা হতাম।
যদি তুমি এই ধরা ধরণী হতে
আমি সঘন গগনে অঝরে
তোমার বুকে ঝরে যেতাম,
আমি বরষা হতাম, বরষা হতাম ॥

যদি তুমি সাগর হতে, আমি কূল হতাম
তুমি সন্ধ্যা হলে, আমি প্রদীপ হতাম।
যদি তুমি দেশ জন্মভূমি হতে
আমি তোমারি কারণে মরণ
বরণ করে ধন্য হতাম,
আমি শহিদ হতাম, শহিদ হতাম ॥