তুমি কি কখনো
সেই গান শোনো?
যে গান কানেতে শোনা
যায় না কখনো,
যে গানেতে কোনো
নেই স্বরলিপি
জ্ঞ রে সা রে নি্ কোনো॥ও ছন্দে যে সুগন্ধ আছে
স্পর্শে নানা রঙের আলোর
তরঙ্গ লীলায়।
দেখেছ কখনো
শব্দ দিয়ে আঁকা ছবি,
নির্বাক কবি, নির্জীবে প্রাণ,
ঝরাণো পাতারই মাঝে,
সবুজেরই গান কোনো ॥ও যখন আমি অস্তরাগের
রঙে রঙিন নানা কথা
না বলে শোনাই।
তুমি তো বোঝো না,
তুমি ভাবো রঙের সোনা
ছেয়েছে আকাশে,
আমি যে আভাষে
শুধু বোঝাতে চেয়েছি
এ আমারই প্রেম---কোনো ॥