বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৪
বীজ বোনার গান

উর তাক্‌ তাক্‌ তাক্‌ তাক্‌
তাঘিনা তাঘিনা ঘিন্‌ ঘিন্‌ রে
উর জাগ্‌ জাগ্‌ জাগ্‌ জাগ্‌
জাগিনা জাগিনা গিন্‌ গিন্‌ রে
উর্‌ জাগ্‌ জাগ্‌-উর জাগ্‌ জাগিন
উর তাক্‌ তাক---উর তাক্‌ তাঘিন
উর্‌ জাগ্‌ জাগ্‌ জাগ্--- ॥

গুরু-গুরু মেঘের মাদল বাজে
তাতা থৈ-থৈ মনের ময়ূর নাচে
আষাঢ়ের বরষা এল,
পরশে তারি রুক্ষ মাটি সরস হল রে
আয় লাঙল ধরি, মোরা লাঙল চালাই, ॥

ফসল বুনি মোরা ফসল ফলাই
আয়, আয় আয়রে আয় ॥

এই মাটির গানে, দূরে যাবে যত ক্ষুধার বালাই
ঘরে ঘরে রবে সোনার ধানে ভরে ।

জাগিনা জাগিনা জাগিনা জাগিন্‌
তাঘিনা তাঘিনা তাঘিনা তাঘিন্‌ ।

(মোরা) বীজ বুনি বুনি সোনার স্বপন বপন করি গো শ্রাবণে
(ও) এই মাটির অন্তরে ফসলের গান শোনো কি?
শুনি গো---
তোমার আমার আশা নিয়ে মাঠে মাঠে ধান বোনো কি?
বুনি গো---
ভাই মোদের মাটির সীতায় যেন হরণ করে না রাবণে ॥