বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৪৮

ভালোবাসি বলেই ভালোবাসি বলি না,
দু'চোখে দরশ হয়ে, মিশে আছ বলে তাই
তোমারে খুঁজিতে নয়ন মেলি না ॥

জীবন মরুভূমে একাকী তরুর মতো
অসহায় শাখা মেলে আকাশে চেয়েছি কত,
বরষার মতো এলে, ভরে দিলে ফুলে ফলে
শিকড়ে মিশেছ বলে তাই চলি না ॥

নর্সপমগমপর্স---
x
নর্সপনর্সর্রর্গর্মর্গর্সর্স-ণণধ
-পধণর্রর্সমপধর্স
x
রগমধপর-গxxx

নদী কুলুকুলু জানে বনানী ও মর্মরে
হৃদি জানে স্পন্দন,আঁখি ঝর ঝর ঝরে।
ভাষাহীন ভাষা দিয়ে, হৃদয়ে ভরেছ হিয়ে
কথারই ছলন দিয়ে তাই ছলি না ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৩৮-২৩৯