ভালোবাসি বলেই ভালোবাসি বলি না,
দু'চোখে দরশ হয়ে, মিশে আছ বলে তাই
তোমারে খুঁজিতে নয়ন মেলি না ॥জীবন মরুভূমে একাকী তরুর মতো
অসহায় শাখা মেলে আকাশে চেয়েছি কত,
বরষার মতো এলে, ভরে দিলে ফুলে ফলে
শিকড়ে মিশেছ বলে তাই চলি না ॥
২ ০ নর্স পম গম পর্স ন - - - ৩ x নর্স পন র্সর্র র্গর্ম র্গ র্সর্স -ণ ণধ ২ ০ প - পধ ণর্র র্স মপ ধর্স ণ ৩ x রগ মধ পর -গ স x x x নদী কুলুকুলু জানে বনানী ও মর্মরে
হৃদি জানে স্পন্দন,আঁখি ঝর ঝর ঝরে।
ভাষাহীন ভাষা দিয়ে, হৃদয়ে ভরেছ হিয়ে
কথারই ছলন দিয়ে তাই ছলি না ॥