বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৮১

ভুলো না---
ভুলো না প্রথম সে দিন, জীবনের পরম সে লগন
যাবে না তো কহন, কী যে মধুর সে দহন ॥

চোখে চোখে ছিল গহন গহন নদীর ভাষা,
বুকে বুকে ছিল জ্বলন্ত জ্বলন্ত অনন্ত আশা।
করুণ বীণার তারে-ঝংকারে ঝংকারে
ঝংকৃত ভালোবাসা।

তারি রঙে হত দিগন্ত লাল,
কবে হত সাঁঝ কখন সকাল,
তার হিসাব নিকাশ মনেতে ছিল না ॥

গানে গানে সুরে ভরানো ভরানো, হারানো সে দিন,
রামধনু রঙে রাঙানো রাঙানো, ফুরানো সে দিন।
স্মৃতির দেয়াল ভরে---ছবির মতন করে
বাঁধিয়ে রেখেছি সেদিন।
তুমি যদি ফিরে আবার আসো,
দু'নয়ন জলে আবার ভাসো
তবে দেখে যেয়ো, নেই তার তুলনা ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৬৩-২৬৪