ভুলো না---
ভুলো না প্রথম সে দিন, জীবনের পরম সে লগন
যাবে না তো কহন, কী যে মধুর সে দহন ॥চোখে চোখে ছিল গহন গহন নদীর ভাষা,
বুকে বুকে ছিল জ্বলন্ত জ্বলন্ত অনন্ত আশা।
করুণ বীণার তারে-ঝংকারে ঝংকারে
ঝংকৃত ভালোবাসা।তারি রঙে হত দিগন্ত লাল,
কবে হত সাঁঝ কখন সকাল,
তার হিসাব নিকাশ মনেতে ছিল না ॥গানে গানে সুরে ভরানো ভরানো, হারানো সে দিন,
রামধনু রঙে রাঙানো রাঙানো, ফুরানো সে দিন।
স্মৃতির দেয়াল ভরে---ছবির মতন করে
বাঁধিয়ে রেখেছি সেদিন।
তুমি যদি ফিরে আবার আসো,
দু'নয়ন জলে আবার ভাসো
তবে দেখে যেয়ো, নেই তার তুলনা ॥