সত্যেন্দ্রনাথ ঠাকুরের গান
গান-১
পরজ। চৌতাল
অতুল জ্যোতির জ্যোতি,
গ্রহ তারা চন্দ্র তপন, জ্যোতিহীন সব তথা॥
এক ভানু অযুত কিরণে, উজলে যেমতি সকল ভুবন,
তোমার প্রীতি হইয়ে শতধা, বিরচয়ে সতীর প্রেম,
. জননী-হৃদয়ে করে বসতি॥
অভ্রভেদী অচল-শিখর, ঘননীল সাগরবর, যথা যাই তুমি তথা;
রবি-কিরণে তব শুভ্র কিরণ, শশাঙ্কে তোমারি জ্যোতি,
তব কান্তি মেঘে, সজন নগর, বিজন গহন যথা আমি তুমি তথা॥
গ্রন্থভূক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড।
কাঙালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
২.
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, প্রথম গান [সাধারণ ব্রাহ্মসমাজ, (৬ই ভাদ্র ১৪০৩, আগস্ট ১৯৯৬
খ্রিষ্টাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন।
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: পরজ। তাল: চৌতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ।
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: মধ্য।
গ্রহস্বর: পদদা