শ্রবণ নমুনা: মানব বন্দ্যোপাধ্যায়
শ্রবণ নমুনা: সুব্রতা পালসত্যেন্দ্রনাথ ঠাকুরের গান
১০
পরজ। ঝাঁপতাল
কে রচে এমন সুন্দর বিশ্বছবি
রতন-মণি-খচিত অম্বর কি শোভে॥
তরুণ বিভাকর, তারা, বিশদ চন্দ্রমা,
জগত রঞ্জিছে কনক-রজত রঞ্জনে॥
সুরভি পুষ্পাভরণ বিপিন, গিরি সিন্ধু নদ,
সকলি পরিপূরিত অতুল প্রভাবে।
কেমন সুনিপুণ তোমার লেখনী,
তোমার জগত-শোভা নিরখি নয়ন ভুলে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ৩য় গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ১ম খণ্ড ।
প্রাসঙ্গিক বিষয়:
এটি
একটি ভাঙা গান।
সেকালের একটি জনপ্রিয় সাদরা ছিল
শ্যামাশাম রচিত 'যমুনা তেরা বুখা'। এই গানটি অবলম্বনে তিনি রচনা করেছিলেন-
'কে রচে
এমন সুন্দর'। উল্লেখ্য এই পরজের চলনটি ছিল বিষ্ণুপুর ঘরানার।
মূল গান: যমুনা তেরা বুখা [পরজ-ঝাঁপতাল] [শ্রবণ
নমুনা: রিঙ্কু রায়]
পরবর্তী সময়ে সত্যেন্দ্রনাথের এই গানের সুরে
দেবেন্দ্রনাথের চতুর্থ কন্যা (১৮৫৬-১৯৩২ খ্রিষ্টাব্দ) স্বরণকুমারী দেবী
রচনা করেছিলেন-
দীন দয়াময় দীনজনে দেখা দাও। [শ্রবণ
নমুনা: অভিরূপ গুহ ঠাকুর]
আরও পরে রবীন্দ্রনাথ
১৩০৯ বঙ্গাব্দের
মাঘোৎসব উপলক্ষে
রবীন্দ্রনাথ (
৪১ বৎসর বয়সে)
রচনা করেছিলেন।
গভীর রজনী
নামিল হৃদয়ে [পূজা-২৫৬]
[তথ্য]
[শ্রবণ
নমুনা: মানস বসু]
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
পরজ
তাল: ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ দ্রুত
গ্রহস্বর: না