সত্যেন্দ্রনাথ ঠাকুরের গান
১১
টোড়ী। ত্রিতাল
হে প্রভু পরমেশ্বর, তব করুণা
মন্দমতি আমি গাহিব বাসনা;
কী গাব হে কী জানাব॥
তুমি ভূমা অগম্য, দীন আমি যে অধম মলিন।
জনক জননী তুমি সবাকার, সাহস ধরি তাই এসেছি দুয়ার,
তব ভক্তজনে প্রভু দাও দরশন।
মম সুকৃতি দুষ্কৃতি সব জান, ভ্রমি দূরে দূরে তব গৃহে আন;
লয়ে যাও জননী, মৃত্যু হতে অমৃতে।
বল হে তোমারে আমি কেমনে পাব? কার দ্বারে যাব?
তুমি না লহ যদি, নাহি অন্য গতি, ডাকি দীনদয়াল।
তব ভক্তজনে প্রভু, দাও দরশন॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, ১৮ সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২.
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি,
৪র্থ খণ্ড।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
টোড়ী
তাল: ত্রিতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ
দ্রুত
গ্রহস্বর: সা