সত্যেন্দ্রনাথ ঠাকুরের গান

                        ১২

                 শুক্ল বেলাওল। সুরফাঁকতাল

        

         প্রথম-কারণ, আদিকবি, শোভন তব বিশ্বছবি;

        তটিনী নিঝর ভূধর সাগর সব কী সুন্দর নেহারি॥

রবি চন্দ্র দীপ জ্বলে, তারকা মুকুতা ফলে, সুরভিকুসুম কুঞ্জকানন

                    আহা কেমন মনোহারী॥

            বর্ণিবার কী শকতি, দিশি নিশি সৌন্দর্যভাতি;

যুগে যুগে জীব অগণন, মহিমা তব করে কীর্তন, ভাবে মগন নরনারী॥

 

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, ১৪ সংখ্যক  গান [সাধারণ ব্রাহ্মসমাজ, ৬ ভাদ্র, ১৪০৩]।

২. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড  [সাধারণ ব্রাহ্মসমাজ, (পৌষ ১৩৯৮ খ্রিষ্টাব্দ)]

৩. শতগান,  ৫৪ সংখ্যক গান, ভৈরবী-রূপক (১৩০৭ বঙ্গাব্দ)সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত [সুবর্ণ সংস্করণ (১৪১৮) ]। পৃষ্ঠা: ২৯৪-২৯৫।

 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকার

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎদ্রুত

গ্রহস্বর: