সত্যেন্দ্রনাথ ঠাকুরের গান
১৩
মেঘমল্লার। ঝাঁপতাল
বিপদরাশি দুঃখ দারিদ্র কী করে?
যে নিরঞ্জন পরমে ধ্যান ধরে॥
কী ভয় লোকভয়।
বিশ্বপতি মহেশ রাজরাজের প্রসাদবারি- গুণে,
বিপদসাগর অনায়াসে তরে॥
নিয়ত বহে আনন্দ-পবন, তাহে পাই নবজীবন,
নিমিষে সকল পাপতাপ হরে।
হৃদয় আকাশে জ্যোছনা প্রকাশে,
যখন দেখি সেই করুণা করে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, ১৫ সংখ্যক গান [সাধারণ ব্রাহ্মসমাজ, ৬ ভাদ্র, ১৪০৩]। ।
২. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড [সাধারণ ব্রাহ্মসমাজ, (পৌষ ১৩৯৮ খ্রিষ্টাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
মেঘমল্লার। তাল:
ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎ দ্রুত
গ্রহস্বর: সা