সত্যেন্দ্রনাথ ঠাকুরের গান
১৪
পূরবী। একতাল
দিনে নিশিথে ব্রহ্ম-ষশ গাও,
কভু ভুলো না, ভুলো না রে করুণা তাঁর॥
খুলে দাও হৃদয়-দ্বার, তাঁর মুখ-আলো দেখি নাশ' মনের আঁধার॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, ১১ সংখ্যক গান। [সাধারণ ব্রাহ্মসমাজ, ৬ ভাদ্র, ১৪০৩]।
২. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড ।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
পূরবী
তাল: একতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: দ্রুত
গ্রহস্বর: গনা