সত্যেন্দ্রনাথ ঠাকুরের গান

                     ১৫

               ভৈরবী। ত্রিতাল

        সবে কর আজি তাঁর গুণ গান।
যাবে সকল দুঃখ সব পাপ তাপ, ওরে সকল সন্তাপ হইবে নির্বাণ

অনাথ-নাথ যিনি প্রাণের প্রাণ, তাঁরে ছেড়ে ভবে নাহিক ত্রাণ,

মৃত্যুমাঝে তিনি অমৃতসোপান, সকল মঙ্গলনিদান রে॥

ভজ ত্রিলোকবন্দন, হৃদয়নন্দন, প্রণম তাঁর পদে বার বার রে;

যার প্রভুর কাজে যদি এ পরান, দাও তাঁর চরণে দাও বলিদান।

        কর দীনে দয়া        সব জীবে মায়া,

প্রভু প্রেমধনে সেব' কায়মনে, হবে জীবন-মরণে কল্যাণে॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, ১৯ সংখ্যক  গান। [সাধারণ ব্রাহ্মসমাজ, ৬ ভাদ্র, ১৪০৩]।

২. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড

 

প্রাসঙ্গিক বিষয়:
 

স্বরলিপিকারকাঙ্গালীচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
ভৈরবী

তাল: ত্রিতাল

অঙ্গ: খেয়ালাঙ্গ

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
লয়: ঈষৎদ্রুত

গ্রহস্বর: