[শ্রবণ নমুনা: ইন্দিরা শিল্পীগোষ্ঠী
সত্যেন্দ্রনাথ ঠাকুরের গান
১৬
মিলে সব
ভারতসন্তান, একতান মন-প্রাণ,
গাও ভারতের যশোগান!
ভারতভূমির তুল্য আছে কোন্ স্থান?
কোন্ অদ্রি অভ্রভেদী হিমাদ্রি সমান?
ফলবতী বসুমতী, স্রোতস্বতী পূণ্যবতী,
শত-খনি রত্নের নিধান!
হোক ভারতের জয়
জয় ভারতের জয়, গাও ভারতের জয়,
হোক্ ভারতের জয়। কি ভয় কি ভয়,
গাও ভারতের জয়!
রূপবতী সাধ্বীসতী, ভারতললনা,
কোথা দিবে তাদের তুলনা?
শর্মিষ্ঠা সাবিত্রী, সীতা, দয়মন্তী পতিব্রতা
অতুলনা ভারত ললনা।
(হোক্ ভারতের জয়, ইত্যাদি ধুয়া)
কেন ডর, ভীরু, কর সাহস আশ্রয়,
যতোধর্মস্ততো জয়!
ছিন্ন ভিন্ন হীনবল, ঐক্যেতে পাইবে বল
মায়ের মুখ উজ্জ্বল করিতে কী ভয়?
(হোক্ ভারতের জয়, ইত্যাদি ধুয়া)
গ্রন্থভুক্তি
১. শতগান, ৫৫ সংখ্যক গান, খাম্বাজ-একতালা (১৩০৭ বঙ্গাব্দ)। সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত। সুবর্ণ সংস্করণ, ১৪১৮। পৃষ্ঠা: ১৯৯-২০৪।
প্রাসঙ্গিক বিষয়:
১৮৬৮
খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে হিন্দু মেলার দ্বিতীয় বার্ষিক অধিবেশনে এই গানটি
গাওয়া হয়েছিল।
সুরকার: যদুনাথ ভট্টাচার্য, বিষ্ণু চক্রবর্তী।
স্বরলিপিকার: সরলাদেবী
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
খাম্বাজ।
তাল: একতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়: জাতীয়
সঙ্গীত
গ্রহস্বর: ণা