সত্যেন্দ্রনাথ ঠাকুরের গান
১৭
ভৈরব। চৌতাল
সবে মিলে গাও তাঁহার মহিমা;
আজ কর' রে জীবনের ফল লাভ।
হৃদয় থাল ভরে, ভক্তি-পুষ্পহার, প্রভু চরণে ছাও রে ছাও॥
নব নব রাগ-রচিত বন্দনা মালা, গাঁথি গাঁথি দেও উপহার;
বিশ্বাধার প্রভু সেই, যশোগীত তাঁরি প্রচার সকল সংসার॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, তৃতীয় গান। [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২.
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড।
প্রাসঙ্গিক বিষয়: এই গানের প্রথমাংশ প্রথম পংক্তি ছাড়া বাক অংশ সত্যেন্দ্রনাথ ঠাকুরের রচনা। দেবেন্দ্রনাথের স্মৃতিচারণা থেকে জানা যায়-
'আমি এক গান ভাঙ্গছিলেম- তাহার প্রথম লাইন লিখিয়াছিলাম 'সবে মিলে গাও তাঁহার মহিমা।' সত্যেন্দ্র কাছে ছিলেন। আমি তাঁহাকে বলিলাম ;আচ্ছা, এর দ্বিতীয় লাইনটা তুমি তৈরী কর দেখি।' তিনি লিখিলেন, 'আজি কর রে জীবনের ফললাভ।' আমি বলিলাম, তবে তুমি সমস্ত গানটাই তৈরী কর।' তিনি তাহাই করিলেন।
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
ভৈরব
তাল: চৌতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্যলয় বা ঢিমা
গ্রহস্বর: মগা