শ্রবণ নমুনা: রাজেশ্বরী বন্দ্যোপাধ্যায়

সত্যেন্দ্রনাথ ঠাকুরের  গান

                ১৮

          বেহাগ। রূপক

 

প্রেম মুখ দেখরে তাঁহার

শুভ্র সত্য স্বরূপ সুন্দর, নাহি উপমা তাঁর ॥

যায় শোক, যায় তাপ, যায় হৃদয়ভার।

সর্ব্ব সম্পং তাহে মেলে যখন থাকি তাঁর সাথ ॥

না থাকে সংসার তাপ করেন ছায়াদান।

সকল সময়ে বন্ধু তিনি এক সম্পদে বিপদে ॥

যদি আসে তাঁর কাছে, দিয়াছেন যে প্রাণ।

ছাড়ি যাব অনায়াসে তাঁরে করিব দান ॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ১৩দশ গান  [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

স্বরলিপিকার

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
বেহাগ

তাল: রূপক

পর্যায়:  ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: গা