সত্যেন্দ্রনাথ ঠাকুরের গান

                   ১৯

          জয়জয়ন্তী। ঝাঁপতাল

শোকে মগন কেন জর্জ্জর বিষাদে

ভ্রমিছে অরণ্য মাঝে হয়ে শান্তিহারা

যাঁর প্রীতি সুধার্ণবে, আনন্দে রয়েছে সবে,

তাঁর প্রেম নিরখিয়ে পুঁছ অশ্রুধারা

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ১৯  সংখ্যক গান  [সাধারণ ব্রাহ্মসমাজ (মাঘ ১৪১৪ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

স্বরলিপিকার

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
জয়জয়ন্তী

তাল: ঝাঁপতাল

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: রা