সত্যেন্দ্রনাথ ঠাকুরের গান
শ্রবণ নমুনা: মানব বন্দ্যোপাধ্যায় |
গান-৪
বেহাগ।
ধামার
অমৃতধনে কে জানে রে, কে জানে রে॥
প্রখর বুদ্ধি না পেয়ে আসে ফিরে; তিনি অকিঞ্চন-গুরু॥
ব্যাকুল অন্তরে চাহো রে তাঁহারে, প্রাণ মন সকলি সঁপিয়ে;
প্রেমদাতা আছেন ক্রোড় প্রসারি, যে জন যায় নাহি ফেরে॥
গ্রন্থভূক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড।
কাঙালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
২.
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড, তৃতীয় গান [সাধারণ ব্রাহ্মসমাজ, (৬ই ভাদ্র ১৪০৩, আগস্ট ১৯৯৬
খ্রিষ্টাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়
সত্যেন্দ্রনাথ ঠাকুরের রচিত গান। এটি একটি ভাঙা গান। মূল গানটির রচয়িতা ছিলেন
অদারঙ্গ।
[শ্রবণ
নমুনা: সম্পূর্ণা দেব]
বেহাগ। ধামার
প্যারী তেরে পায়ান পকরুঁ
সব মিলি খেলিয়ে হো ফাগ॥
বুরিয়া বাল মচিহৈ ব্রজমেঁ
তরুণি কৌন বিরাগ॥
জাতহিঁ গুরু কলু লাজ ন বোলত
সবকো বাঢ়ত মন অনুরাগ।
একহি ফাগুন দুজে ব্রজবন
তিজে কান্ত সোহাগ॥
এই গানের সুর
অবলম্বনে রবীন্দ্রনাথ একটি ব্রহ্মসঙ্গীত রচনা করেন। গানটি হলো—
আজি রাজ আসনে [পূজা
ও প্রার্থনা-৫৪] [তথ্য]
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন।
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: বেহাগ।
তাল: ধামার
অঙ্গ: ধ্রুপদাঙ্গ।
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: মধ্য
গ্রহস্বর: পা